বাংলাদেশের ছাত্রদের জন্য মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং প্রাণহানিতে মন কাঁদছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজের। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনের প্রতীকী একটি ছবি পোস্ট করেছেন এই তরুণ ফুটবলার।

সে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আমার সব ফলোয়াদের বলছি, আমি তোমাদের কথা শুনছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’

এর আগে গত ১৯ জুলাইও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেন এনজো। সে পোস্টে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে যেসব মানুষ কষ্ট পাচ্ছে, তাদের (কষ্ট লাঘবের) জন্য আমি প্রার্থনা করছি।’

২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে ছিলেন এনজো ফার্নান্দেজ। সে বিশ্বকাপে মধ্যমাঠে আর্জেন্টিনার বড় ভরসার নাম হয়ে ওঠেন এই তরুণ ফুটবলার। বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও তার হাতেই উঠেছিল।

চলতি বছর আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকাও জয় করেছেন এনজো। ক্লাব পর্যায়ে ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলছেন তিনি।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD