পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে প্রগতি সরণি এলাকায় শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। এদিকে, তাদের জড়ো হওয়ার আগেই ওই এলাকায় সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় ছোট ছোট দলে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। অন্যদিকে, বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, বসুন্ধরা গেটের পাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরাও ছোট ছোট দলে ভাগ হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হচ্ছেন।
জড়ো হওয়া শিক্ষার্থীরা বলছেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলা করা হয়েছে। আমাদের ভাইদের খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে আমরা বিক্ষোভ মিছিল করব। এরই অংশ হিসেবে আমরা একত্রিত হয়েছি।
শিক্ষার্থীদের এ কর্মসূচি ঘিরে রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সর্তক অবস্থান নিতে দেখা গেছে। সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।
ভিন্নবার্তা ডটকম/এন