ঢাবিতে শিক্ষকদের সমাবেশে শিক্ষার্থীদের বড় জমায়েত

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এটিই শিক্ষার্থীদের সবচেয়ে বড় জমায়েত।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় কলাভবনের সামনে সমাবেশের আয়োজন করে নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ। সমাবেশ শেষে শিক্ষকরা টিএসসিতে জমায়েত হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এসে জমায়েত হন সেখানে।

সেখানে কিছুক্ষন অবস্থান ও স্লোগান দিয়ে জমায়েতটি শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। সেখানে পূর্বঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এই কর্মসূচিতে যোগ দেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে। আমর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি পূর্বঘোষিত কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোসও আমরা পালন করছি।

এ সময় টিএসসিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD