দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও যুক্তরাষ্ট্রের দেয়া চিঠি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসব উত্তেজনার মধ্যেই মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সাক্ষাতের পর জি এম কাদের বলেন, রাষ্ট্রপতি আমার পূর্ব পরিচিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এতদিন তার সঙ্গে দেখা করতে পারিনি। তাই আজ দেখা করতে গিয়েছি।
তফসিল ঘোষণার আগমুহূর্তে এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা চলছে, এ বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন, এখানে অন্য কোনো বিষয় নেই। এটা শুধু সৌজন্য সাক্ষাৎ।