আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবভনে গেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।
জাতীয় পার্টির এক জ্যেষ্ঠ নেতা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি ডেকেছেন জিএম কাদেরকে। তাই তার সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গিয়েছেন।