আজ সোমবার (১৩ নভেম্বর) ঐতিহাসিক সার্কিটহাউস ময়দানে সদর উপজেলা আওয়ামী লীগের মিছিল পূর্বক সমাবেশে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসন থেকে দল যাকেই মনোনয়ন দিবে আমরা তার পক্ষে স্বস্তঃস্ফূর্ত অংশ গ্রহণ করবো। আমাদের সকলের মনে রাখতে হবে দলই শেষ ঠিকানা।
এই মঞ্চে উপবিষ্ট ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী নেতারা আছেন। আমি দলের ক্ষুদ্র একজনকর্মী হিসেব বলতে চাই, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই নির্বাচন করবো। দলের উর্ধে কেউ নয়।
শান্ত বলেন, সময় হয়েছে আমার প্রয়াত পিতার ( অধ্যক্ষ মতিউর রহমান ) প্রতি সদরবাসীর অকুণ্ঠ ভালোবাসার প্রতিদান দেওয়ার। আপনারা এখানে এসে আমায় আজীবনের জন্য ঋণী করে গেলেন। এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। সদর বাসীর কাছে ঋণী হয়ে রইলাম। আমার কোন চাওয়া পাওয়া নেই।আপনারাই আমার সকল পাওয়া। আজ যে ভালোবাসা দেখিয়েছেন এই ঋণ কখনও শোধ করা যাবে না।
এসময় তিনি আর বলেন, দল থেকে আমি মনোনয়ন চাইবো। নেত্রী (আওয়ামী লীগ সভাপতি) যাকেই মনোনয়ন দিবেন তার জন্যই আমাদের নিঃশর্ত ভাবে কাজ করে যাব। কারণ এই দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য আমাদেরকে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। এর কোন ব্যপ্তয়ের সুযোগ নেই, তবেই দেশের মানুষের মঙ্গল নিহিত হবে।
এসময় তিনি বিএনপি জামায়াতের অসহযোগ আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য রুখে দাঁড়াতে নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানান।
তিনি আবেগ তাড়িত কণ্ঠে বলেন, এই বিশাল সমাবেশ আপনাদের উপস্থিতি দেখে নিজেকে এখন আর এতিম মনে হয় না। আব্বা তোমার সদর বাসীর মানুষগুলি আমাকে তাদের বুকে আগলে রেখেছে । তাদের বুক থেকে আর নামবো না কোনদিন, কথা দিলাম তোমাকে। এখন সময় এসেছে রক্তের ঋণ পরিশোধ করার বলে নেতাকর্মীদের আশ্বস্ত করে।