ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে তিতুমীর কলেজ ছাত্রলীগ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

দলীয় নির্দেশনায় সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিক্রি করছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মহাখালী এলাকায় সকাল থেকে এ কার্যক্রম পরিচালনা করে তারা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাইকিং করে সবজি ক্রয়ের আহ্বান জানিয়ে বিভিন্ন সবজির দামের বিবরণ দিচ্ছেন সভাপতি রিপন মিয়া।

এর আগে, গত সোমবার (১৩ নভেম্বর) তিন সংগঠনের দপ্তর সম্পাদকের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যায্যমূল্যে সবজি বিতরণের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ‘সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্য মূল্যে বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD